সবাই সবার বিভাগ নিয়ে লিখেছে বা লিখছে নতুনদের সুবিধার জন্য।তাই ভাবলাম অামিও লিখি অামার বিভাগ সমন্ধে।যদিও এটা অধিকাংশের ই অপছন্দের বিভাগ।পছন্দ হলেও শেষ পছন্দের তালিকায় থাকে।যাই হোক অামার লেখার উদ্দ্যেশ্য সবাইকে সত্য টা জানানো বা বুঝানো। শুরু করছি।
লেদার ইন্জিনিয়ারিং
কুয়েটে লেদারের যাত্রা শুরু হয় ২০১০ ব্যাচ কে দিয়ে। তোমরা যারা অাসবে তারা ২০১৭। তাই বলাচলে মোটামুটি নতুন বিভাগ। নতুন হলেও এ বিভাগের সাফল্য বা অর্জন কম নয়। বর্তমানে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত এ বিভাগে ব্যাচ রয়েছে।২০১০,২০ ১১,২০১২ ব্যাচ পড়াশোনা শেষ করে তারা কর্মজীবনে প্রবেশ করেছেন। এবার অাশা যাক পড়াশোনার মান নিয়ে। লেদার ইন্জিনিয়ারিং এর মুল বিষয় হচ্চে Chemistry. মোটামুটি ৫টি কোর্স অাছে। এছাড়া Math এর ৩টি, Statistics এর ১টি, Cse এর ১টি, Accounting & Law১টি, English ১টি, Sociology & Economics এর ১টি, eee এর ২টি course অাছে।এছাড়াও fluid mechanics,heat & thermal,manufac turing process এর ১ টি করে কোর্স পড়ানো হয়। এবার অাসা যাক বিভাগীয় পড়াশোনায় লেদার ইন্জিনিয়ারিং বিভাগ মুলত ৩টি ভাগে বিভক্ত:
১. Leather Manufacturing
২.Footwear Engineering
৩.Leather Product Engineering
কথা হচ্ছে তুমি যদি এই বিভাগে পড়ো তাহলে এই ৩টি বিষয়ের সব একসাথে পড়তে পারবে অর্থাৎ (3 in 1 pacakage) অাজকাল কার দিনের রেস্টুরেন্ট এর কম্বোর মত। manufacturin g এর course ৪টি
footwear, product পড়ানো হয় টানা ২বছর।এছারাও Dyeing finishing, material science, footwear material, footwear testing,enviorn mental engineering, microbiology,po lymer science etc course পড়ানো হয়।
এবার অাসা যাক ড্রয়িং নিয়ে ইন্জিনিয়ারিং পড়বা ড্রয়িং করবা না তা কি হয় লেদারে ড্রয়িং এর কোর্স রয়েছে ২টি
1.Engineering Drawing (hand drawing)
2.Computer Aided Drawing
এবার অাসি ডিজাইনিং নিয়ে অামার সবাই নতুন নতুন ডিজাইন এর জুতা,জ্যাকেট পড়তে পছন্দ করি।মানিব্যাগ, মেয়েদের পার্স এগুলো সবসময় অামরা একটু ব্যতিক্রমী এর ব্যবহার করতে পছন্দ করি।একাজগুলো কারা করে ভাই, অাপু তোমরা কি ভেবে দেখেছ।না ভাবলে বলি এগুলো লেদার ইন্জিনিয়ারদের ই কাজ।
এজন্য অামাদের ডিজাইনিং শেখানো হয়। এজন্য অামাদের ডিজাইনিং এর মোট কোর্স রয়েছে ৮টি।যেখানে তুমি হাতে কলমে এবং কম্পিউটার এ সফটওয়ার এ ডিজাইন শিখতে পারবে।এছাড়াও অামাদের বিভাগে রয়েছে
১.Footwear Cad Organization
যার মুল কাজ হচ্ছে তোমাকে ডিজাইনার হিসেবে দখ্য করে গড়ে তোলা।
কাগজে কলমের পড়ার কথা বল্লাম এবার অাসি হাতেকলমে শেখার ব্যাপারে। অামাদের বিভাগের ল্যাব ফ্যাসিলিটিজ অনেক ভার্সিটির অনেক পুড়নো বিভাগের তুলনায় অনেক বেশী, অনেক ভাল।অামাদের কম্পিউটার ডিজাইনিং ল্যাব হচ্ছে বাংলাদেশে সর্বাধুনিক,সর্ব াপেক্ষা ব্যায়বহুল।অনেক পড়ার কথা বল্লাম এবার যারা পড়াবে তাদের কথা বলি
কি বুজতে পেরেছ হুমম ঠিক ধরেছ শিক্ষক । অামাদের সর্বমোট রয়েছেন১২জন শিক্ষক। এর মধ্যে ২জন পিএইচডি ধারী।সকলেই অনেক তরুন,উদ্যমী, দক্ষ।যা কিনা তোমাকে একজন ভাল প্রকৌশলী হতে সহয়তা করবে।এবার অাসো অবকাঠামোর কথা বলি কুয়েটে (eee,civil,me) এর পর ৪র্থ সত্নত্র বিল্ডিং রয়েছে এই বিভাগের।
এবার অাসো পড়াশেষ করে কি করবে তা বলি পড়াশেষে তুমি যদি চাও উচ্চশিক্ষা নিবে তাহলে তুমি এই বিভাগেই এমএসসি,পিএইচডি করতে পারো। বিদেশেও যথেস্ট সুযোগ রয়েছে।এছাড়াও তুমি চাইলে বুয়েটে বিভিন্ন বিষয়ে পড়তে পারো। অামাদের বিভাগের ৪জন শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে চলে গেছেন।অারো অনেকেই এই প্রক্রিয়ার মধ্যে অাছেন।চাকুরীর কথায় অাসি বাংলাদেশে লেদার ইন্জিনিয়ারি এর সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল।সুতরাং চাকুরীর অভাব নেই।উদাহারন স্বরুপ বলতে পারি দেশে ফুটওয়্যার ইন্ডাস্ট্রী অাছে ৩০০০+। ইন্জিনিয়ার বের হয় ৬০ জন কুয়েট থেকে। তাহলে বুজতেই পারছো।চাকুরীর কোন অভাব নেই।(Bata,Apex, Decathelon)etc brand এর কোম্পানি তে অামাদের এখানকার গ্রাজুয়েট গন সুনামের সাথে চাকুরী করছেন।সবচেয়ে বড় কথা হচ্ছে অামাদের স্যার রা খুজে খুজে তোমার চাকুরীর ব্যবস্থা করে দিয়ে থাকেন।তুমি চাকুরী করতে চাচ্ছ কিন্তু বেকার অাছ এমন ঘটনা ঘটনে। ক্যাম্পাস এ জব ফেয়ারের মাধ্যমে নিয়োগ হচ্ছে। শুনলে অাশ্চর্য হবে ২কে ১৩ ব্যাচ যারা কিনা শেষবর্সে অাছেন তাদের অনেকেই চাকুরীর এপয়্যানমেন্ট লেটার হাতে পেয়েছেন।যা কিনা একটি বিরল ঘটনা বলা চলে। এবার অাসা যাক গবেষনা করতে যারা চাও তাদের জন্যে।অামাদের এখানে নিয়মিত গবেষনা হচ্ছে।নিয়মিত বিরতিত অান্তর্জাতিক জার্নালে সেগুলো প্রকাশিত হচ্ছে।তোমার অনেকেই হয়তো লবন ছাড়া চামড়া সংরক্ষন এর খবর পড়ে থাকবে এটা অামাদের বিভাগের ২কে১১ ছাত্র #শাহরুখ ই নুর তমাল ভাইয়ের অাবিস্কার।তিনি বাংলাদেশে সর্বপ্রথম "best young leather scientist in the world"এর পুরস্কার লাভ করেন।নিয়মিত অামাদের বিভাগে বিভিন্ন conference এর অায়োজন করা,অংশগ্রহন করা হয়ে থাকে।(iultcs) যেটা কিনা লেদার ইন্জিনিয়ারদের অান্তর্জাতিক সংগঠন সেখানকার বার্ষিক সম্মেলনে অংশগ্রহন করে থাকে অামাদের বিভাগ।
যাই হোক অনেক কথাই বল্লাম সবাই অাশাকরি মোটামুটি ধারনা পেয়ে গেছ।যারা সন্দেহের ভিতরে ছিলা নিবে কি নিবে না এই বিভাগ অাশা করি সন্দেহ দুর হয়েছে।অারা যারা জানতে না এ বিভাগ নিয়ে তারাও জেনেছ।সুতরাং সিন্ধান্ত তোমার লোকের কথায় কান দিবে না কি সুদুরপ্রশারী চিন্তা করবে।পাশ করার পর চাকুরীর চিন্তায় পায়ের জুতা ক্ষয় করবে নাকি চাকুরীর নিশ্চয়তা নিয়ে বের হবে।কল্পনা করে দেইখ তোমার অন্য বন্ধু যখন চাকুরী খুজবে তুমি তখন অফিসে যাচ্ছ।অনুভুতি টা কেমন।সুতরাং এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেবার গতানুগতিক ভাবে চলবে নাকি একটু ভিন্নভাবে চলবে।অাজ এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।
মাজহার অয়ন
লেদার ইন্জিনিয়ারিং
কুয়েটে লেদারের যাত্রা শুরু হয় ২০১০ ব্যাচ কে দিয়ে। তোমরা যারা অাসবে তারা ২০১৭। তাই বলাচলে মোটামুটি নতুন বিভাগ। নতুন হলেও এ বিভাগের সাফল্য বা অর্জন কম নয়। বর্তমানে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত এ বিভাগে ব্যাচ রয়েছে।২০১০,২০
১. Leather Manufacturing
২.Footwear Engineering
৩.Leather Product Engineering
কথা হচ্ছে তুমি যদি এই বিভাগে পড়ো তাহলে এই ৩টি বিষয়ের সব একসাথে পড়তে পারবে অর্থাৎ (3 in 1 pacakage) অাজকাল
footwear, product পড়ানো হয় টানা ২বছর।এছারাও Dyeing finishing, material science, footwear material, footwear testing,enviorn
এবার অাসা যাক ড্রয়িং নিয়ে ইন্জিনিয়ারিং পড়বা ড্রয়িং করবা না তা কি হয় লেদারে ড্রয়িং এর কোর্স রয়েছে ২টি
1.Engineering Drawing (hand drawing)
2.Computer Aided Drawing
এবার অাসি ডিজাইনিং নিয়ে অামার সবাই নতুন নতুন ডিজাইন এর জুতা,জ্যাকেট পড়তে পছন্দ করি।মানিব্যাগ, মেয়েদের পার্স এগুলো সবসময় অামরা একটু ব্যতিক্রমী এর ব্যবহার করতে পছন্দ করি।একাজগুলো কারা করে ভাই, অাপু তোমরা কি ভেবে দেখেছ।না ভাবলে বলি এগুলো লেদার ইন্জিনিয়ারদের ই কাজ।
এজন্য অামাদের ডিজাইনিং শেখানো হয়। এজন্য অামাদের ডিজাইনিং এর মোট কোর্স রয়েছে ৮টি।যেখানে তুমি হাতে কলমে এবং কম্পিউটার এ সফটওয়ার এ ডিজাইন শিখতে পারবে।এছাড়াও অামাদের বিভাগে রয়েছে
১.Footwear Cad Organization
যার মুল কাজ হচ্ছে তোমাকে ডিজাইনার হিসেবে দখ্য করে গড়ে তোলা।
কাগজে কলমের পড়ার কথা বল্লাম এবার অাসি হাতেকলমে শেখার ব্যাপারে। অামাদের বিভাগের ল্যাব ফ্যাসিলিটিজ অনেক ভার্সিটির অনেক পুড়নো বিভাগের তুলনায় অনেক বেশী, অনেক ভাল।অামাদের কম্পিউটার ডিজাইনিং ল্যাব হচ্ছে বাংলাদেশে সর্বাধুনিক,সর্ব
কি বুজতে পেরেছ হুমম ঠিক ধরেছ শিক্ষক । অামাদের সর্বমোট রয়েছেন১২জন শিক্ষক। এর মধ্যে ২জন পিএইচডি ধারী।সকলেই অনেক তরুন,উদ্যমী, দক্ষ।যা কিনা তোমাকে একজন ভাল প্রকৌশলী হতে সহয়তা করবে।এবার অাসো অবকাঠামোর কথা বলি কুয়েটে (eee,civil,me) এর পর ৪র্থ সত্নত্র বিল্ডিং রয়েছে এই বিভাগের।
এবার অাসো পড়াশেষ করে কি করবে তা বলি পড়াশেষে তুমি যদি চাও উচ্চশিক্ষা নিবে তাহলে তুমি এই বিভাগেই এমএসসি,পিএইচডি করতে পারো। বিদেশেও যথেস্ট সুযোগ রয়েছে।এছাড়াও তুমি চাইলে বুয়েটে বিভিন্ন বিষয়ে পড়তে পারো। অামাদের বিভাগের ৪জন শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে চলে গেছেন।অারো অনেকেই এই প্রক্রিয়ার মধ্যে অাছেন।চাকুরীর কথায় অাসি বাংলাদেশে লেদার ইন্জিনিয়ারি এর সংখ্যা চাহিদার তুলনায় অপ্রতুল।সুতরাং চাকুরীর অভাব নেই।উদাহারন স্বরুপ বলতে পারি দেশে ফুটওয়্যার ইন্ডাস্ট্রী অাছে ৩০০০+। ইন্জিনিয়ার বের হয় ৬০ জন কুয়েট থেকে। তাহলে বুজতেই পারছো।চাকুরীর কোন অভাব নেই।(Bata,Apex,
যাই হোক অনেক কথাই বল্লাম সবাই অাশাকরি মোটামুটি ধারনা পেয়ে গেছ।যারা সন্দেহের ভিতরে ছিলা নিবে কি নিবে না এই বিভাগ অাশা করি সন্দেহ দুর হয়েছে।অারা যারা জানতে না এ বিভাগ নিয়ে তারাও জেনেছ।সুতরাং সিন্ধান্ত তোমার লোকের কথায় কান দিবে না কি সুদুরপ্রশারী চিন্তা করবে।পাশ করার পর চাকুরীর চিন্তায় পায়ের জুতা ক্ষয় করবে নাকি চাকুরীর নিশ্চয়তা নিয়ে বের হবে।কল্পনা করে দেইখ তোমার অন্য বন্ধু যখন চাকুরী খুজবে তুমি তখন অফিসে যাচ্ছ।অনুভুতি টা কেমন।সুতরাং এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেবার গতানুগতিক ভাবে চলবে নাকি একটু ভিন্নভাবে চলবে।অাজ এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।
মাজহার অয়ন
0 comments